লাখ লাখ মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে খালেদা জিয়ার শেষ বিদায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

সংগৃহীত

অকৃত্রিম ভালোবাসার প্রতীক খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ। চিরনিদ্রায় শায়িত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য অসীম ত্যাগ স্বীকার করেছিলেন।

বেলা ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। নির্ধারিত স্থানে স্থান না পাওয়ায় হাজার হাজার মানুষ আশপাশের সড়কেও দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিদেশি অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

দুপুর ১২টার পরে খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে কফিন জানাজাস্থলে নেওয়া হয়।

জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্যকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায় আসেন।

প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশের রাজনীতির অটল নেতৃত্বের প্রতীক খালেদা জিয়ার চিরবিদায়ে দেশবাসী শোকে মুহ্যমান। তাঁর জীবনের শেষ যাত্রায় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী ছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top