লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়, জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫
লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। দাফন কার্যক্রম শেষে তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের আবহ।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে তাকে সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে নেওয়া হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জিয়াউর রহমানের পাশেই খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন প্রক্রিয়া চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শোক ও শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শেষ বিদায়ে অংশ নেন।
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা মানুষের ঢলে পরিণত হয়। বেলা ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।