এলপিজি সংকট সমাধানের আমদানি বাড়াচ্ছে সরকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ২২:৩২
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সংকট এড়াতে সরকার জিটুজি (G2G) প্রক্রিয়ায় অতিরিক্ত এলপিজি আমদানির পরিকল্পনা করছে। এটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে তিনি বলেন, “বর্তমানে এলপিজি ব্যবসার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতে এবং মাত্র দুই শতাংশ সরকারি খাতে রয়েছে। যে অংশটি সরকারের হাতে নেই, সেটি পুরোপুরি বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ভবিষ্যতে সরকার এলপিজি খাতে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা ভাবছে, যাতে বাজারে ভারসাম্য বজায় রাখা যায়।”
তিনি আরও জানান, অতিরিক্ত এলপিজি আমদানির জন্য প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং নতুন চালান দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। এলপিজি আমদানির ঘাটতি নিয়ে তিনি বলেন, “মনে হয় না এর কারণে সংকট হয়েছে। এলপিজি অপারেটরদের তথ্য অনুযায়ী, চলতি মাসে আমদানির জন্য গত মাসের তুলনায় বেশি এলসি খোলা হয়েছে।”
এনএফ৭১/ ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।