মাওলানা মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ২২:৩৫

সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (১২ জানুয়ারি) বিকালে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মামুনুল হকের বাসায়।

এনসিপি এক বার্তায় জানায়, সাক্ষাতে তারা আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশ খেলাফত মজলিসও পৃথক বার্তায় জানিয়েছে, ঘন্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে বিশেষভাবে ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top