দেশে করোনা পরিস্থিতি

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মে ২০২১, ০০:২২

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছে ১২ হাজার ১২৪ জন।

তবে গত ২৪ ঘণ্টায় কম সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের পরিমাণ ২৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।

শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। দুই মাস পর আজই শনাক্তের সংখ্যা এতটা কমল।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হয়। ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৮ মার্চ প্রথম দেশে করোনায় দেশে মারা যাওয়ার খবর পাওয়া যায়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top