শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

জুলাই বিপ্লবীদের ‘ঝুলাই’ দিতে চায় আ. লীগ: সারোয়ার তুষার

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২

জুলাই বিপ্লবীদের ‘ঝুলাই’ দিতে চায় আ. লীগ: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি এক টেলিভিশন টকশোতে দাবি করেছেন যে, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতির কোনো স্টেকহোল্ডার নয়। তিনি বলেন, “সমস্ত বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল, সব এক্টিভিস্ট এবং জুলাই আন্দোলনের বিপ্লবীদের তারা চান্স পেলে ‘ঝুলাই’ দিবে। তাই আমরা তাদের আর স্টেকহোল্ডার বলতে পারি না।”

তুষার আরও বলেন, “বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো সবসময় যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের শেল্টার নিয়ে তারা সেখানে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে। আওয়ামী লীগকে এখন কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, তারা একটি রাজনৈতিক দল।”

তিনি এও উল্লেখ করেন, “বাংলাদেশে কখনও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, এমনকি সামরিক স্বৈরাচার এরশাদ এর বিরুদ্ধে, ‘ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি’ অভিযোগ ওঠেনি। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘ এই ধরনের অভিযোগ তুলে সেটি সার্টিফাই করেছে। এখানে কোনো নরমাল ফৌজদারি অপরাধ ঘটেনি, বরং এটি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top