রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মাদারীপুরে ভোটকেন্দ্র প্রধানদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ভোটকেন্দ্র প্রধানদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব। সভার সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমদ। সভায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় ভোটকেন্দ্র প্রধানদের মধ্যে কার্যক্রমের সঠিক সমন্বয়, নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা, ভোটগ্রহণের শৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে ভোটকেন্দ্র প্রধানরা নির্বাচন পরিচালনায় তাদের দায়িত্ব ও সতর্কতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা এ ধরনের সভার মাধ্যমে ভোটকেন্দ্র প্রধানদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

মেহেদী হাসান সোহাগ

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top