রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

২৭২ আসনে প্রার্থী ঘোষণা, ঢাকায় রুদ্ধদ্বার ওরিয়েন্টেশন সভা

ধাপে ধাপে নির্বাচনী প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বিএনপি

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০

ছবি: সংগৃহীত

ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলটি ২৭২টি আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৌশলগত কারণে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনও করা হতে পারে। তবে যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে ধারাবাহিকভাবে রুদ্ধদ্বার ওরিয়েন্টেশন সভা করছে বিএনপি। এসব বৈঠকে প্রার্থীদের নির্বাচনী কৌশল, মাঠপর্যায়ের কার্যক্রম ও আচরণবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে জনসম্পৃক্ত অতিগুরুত্বপূর্ণ আট দফা কর্মসূচি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৯০ প্রার্থীর সঙ্গে বৈঠক

সর্বশেষ গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রায় ৯০ জন এমপি প্রার্থীর সঙ্গে দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ ছাড়া নির্বাচনী প্রচার, গণসংযোগ ও মিডিয়া ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ, জুবায়ের বাবু ও জামাল হোসেন মজুমদার।

মনোনয়ন ও আচরণবিধি নিয়ে কড়াকড়ি

সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ, পূরণ ও জমাদান এবং নির্বাচনী আচরণবিধি তদারকির দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকরিয়া। বৈঠকে প্রার্থীদের হলফনামায় মামলার সঠিক তথ্য প্রদান, মনোনয়ন ফরম পূরণে আইনজ্ঞদের সহায়তা নেওয়া এবং আচরণবিধি মেনে চলার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়।

একই সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, প্রচার কৌশল ও দলীয় প্রতিশ্রুতি তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়। প্রচারণায় বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ভাতার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরতে বলা হয়।

তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য

বৈঠকের শেষ পর্বে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার আগেই নির্বাচনসংক্রান্ত অধিকাংশ প্রস্তুতি শেষ করতে চায় বিএনপি।

বাগেরহাটে চার আসনে নতুন প্রার্থী

এদিকে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি আসনে নতুন প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

  • বাগেরহাট-১: কপিল কৃষ্ণ মণ্ডল (মতুয়া সমাজ ঐক্যজোট)

  • বাগেরহাট-২ (সদর-কচুয়া): ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন

  • বাগেরহাট-৩ (মোংলা-রামপাল): ড. শেখ ফরিদুল ইসলাম

  • বাগেরহাট-৪: সোমনাথ দে (মতুয়া সমাজ ঐক্যজোট)

এই চার প্রার্থীও গতকালের গুলশানের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’

বৈঠক প্রসঙ্গে কক্সবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, “এটি মূলত একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি জোরদার করছে বিএনপি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top