মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

আসন্ন সংসদ নির্বাচন

রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান ও অস্ত্র লাইসেন্সের উদ্যোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সম্মুখসারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিরাপত্তা পেয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এছাড়া তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদানের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

জুলাই যোদ্ধা বিবেচনায় এনসিপি এই চার নেতা ছাড়াও আরও বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ-সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যানের আবেদন করেছেন। আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যানসহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন:

  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি

  • ডেমরা-যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন

  • পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন

  • জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

  • লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ

ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। হাদির এক বোন পাবেন লাইসেন্স ও গানম্যান, এবং অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা নিশ্চিতকরণকে কেন্দ্র করে এই উদ্যোগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top