গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পদত্যাগের পর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। শনিবার রাত ২৭ ডিসেম্বর দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসান আল মামুন ফেসবুকে জানান, গঠনতন্ত্র অনুযায়ী ও সকলের সম্মতিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই প্রতিকূল সময়ে আমি গণঅধিকার পরিষদের দায়িত্ব নিয়েছি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করতে এবং দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে।”
হাসান আল মামুন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের আন্দোলন চালান। তিনি বলেন, এই আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়।
স্ট্যাটাসের শেষে তিনি বলেন, “কতটুকু পরিবর্তন করতে পারব জানি না, তবে দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের সমর্থন পেলে গণঅধিকার পরিষদকে আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।