জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

সংগৃহীত

যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনে দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সূত্র জানায়, দুইদিন ধরে চলা তর্ক-বিতর্ক ও আলোচনার পর আট দলের নেতারা সমঝোতায় পৌঁছেছেন।

আট দলের মধ্যে রয়েছে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এ ছাড়া যুগপৎ আন্দোলনের সঙ্গে আরও তিনটি দল যুক্ত হয়েছে—এলডিপি, এবি পার্টি ও এনসিপি।

সংবাদ সম্মেলনে আসন সমঝোতা ও দলগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top