দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
১৭ বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফেরার দুই দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম শুরু করেছেন। রোববার দুপুর ১টা ৪২ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান।
তারেক রহমানের আগমনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারা ও বগুড়ার জেলার নেতারা।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি দোতলায় নিজের চেম্বারে বসেন। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার রাখা হয়েছে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।