খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর থাকায় তার চিকিৎসা সিসিইউতে অব্যাহত রয়েছে। এ সময় তারেক রহমান শনিবার রাতে হাসপাতালে গিয়ে মায়ের সুস্থতার জন্য দোয়া করেছেন।
১৭ বছর পর বিদেশ থেকে দেশে ফেরার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। রোববারও রাত ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হন এবং রাত ১২টা ৯ মিনিটে চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলাপের পর হাসপাতাল ত্যাগ করেন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, সিসিইউতে তিনি একাই প্রায় ২০ মিনিট মোনাজাত করেন। এরপর আরও ২০–২৫ মিনিট চিকিৎসকের সঙ্গে আলাপ করেন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা চলছেই এবং সবরপরি চেষ্টা করা হচ্ছে। তবে বয়সজনিত কারণে সব জটিলতা একসঙ্গে সারানো সম্ভব হচ্ছে না।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসকরা প্রতিদিন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি আগের মতোই আছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তার চিকিৎসা অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।