লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহফুজ আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৮ ডিসেম্বর) মাহফুজ আলমের পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরও। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে মাহফুজ আলম প্রকাশ্যে কোনো স্পষ্ট বক্তব্য না দিলেও শেষ পর্যন্ত নিজ এলাকা লক্ষ্মীপুর-১ আসন থেকেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এদিকে একই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও অনেকে। তাদের মধ্যে রয়েছেন বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদ। সব মিলিয়ে এ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ সোমবার (২৯ ডিসেম্বর)। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top