শেষবারের মতো ফিরোজায় খালেদা জিয়া
ঢাকা | নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তার বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফিরোজায় প্রবেশ করে। এর আগে সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বের করা হয়।
ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন তার স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
এরপর তার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য নেওয়া হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এদিকে ভোর থেকেই এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে ও পেছনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রহরা লক্ষ্য করা গেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।