খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা জানাতে তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার উদ্দেশে নেপাল ত্যাগ করেছেন।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর বেগম খালেদা জিয়ার প্রতি নেপালের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। একই সঙ্গে তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে নেপাল–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেও এ সফরকে দেখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় জানাজা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের ১ জানুয়ারি কাঠমান্ডুতে ফিরে যাবেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে, এবং তার জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।