বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৮:১৫

সংগৃহীত

ভারতে পলাতক অবস্থায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। সংবাদ সূত্রে বলা হয়েছে, তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তার অবস্থান নিয়ে নানা জল্পনা ও আলোচনা চলছে। বিভিন্ন খবরের মধ্যে বলা হয়, ওই সময় সরকারের পতনের প্রেক্ষাপটে তিনি দেশ ছেড়ে ভারতে যান এবং এরপর থেকেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে তার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং সংকটাপন্ন হিসেবে প্রতীয়মান হচ্ছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান আছে। 

ওবায়দুল কাদের বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সালের অক্টোবর থেকে দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এর আগে তার স্বাস্থ্য সংক্রান্ত নানা খবরও প্রকাশিত হয়েছে, যেমন সাধারণ অসুস্থতা বা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ঘটনা। তবে এসব খবর সত্য হওয়ার বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনো সরকারি সূত্র এখনও স্পষ্টভাবে মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট পরিস্থিতিতে এর প্রেক্ষিতে রাজনৈতিক মহলে অবস্থান ও শারীরিক অবস্থার বিষয়ে আরও নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করছে পাঠক ও সম্প্রচার মাধ্যম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top