মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সুদমুক্ত ঋণ দেয়া হবে: জামায়াতের আমীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৮:৩১

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ (কর্জে হাসানা) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া দলটি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, ট্যাক্স ও ভ্যাট ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এই নীতি ঘোষণা করা হয়। পলিসি সামিটে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাজীবন, স্বাস্থ্য, তরুণ ও যুবক, আইসিটি, অর্থনীতি ও রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

শিক্ষা খাতে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে:

  • গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ।
  • মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ।
  • প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ।
  • ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনোমিক্স কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপন।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

স্বাস্থ্য খাতে:

  • ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
  • ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল।
  • ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’ এর আওতায় মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত।

তরুণ ও যুবকসহ অর্থনীতি খাতে:

  • দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়।
  • ৫ বছরে ১ কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ।
  • প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’, প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ স্থাপন।
  • নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লক্ষ উদ্যোক্তা তৈরি ও ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি।
  • আইসিটি খাতে ‘ভিশন ২০৪০’ অনুযায়ী ২০ লাখ নতুন জব, ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি, ১৫০ কোটি ব্যয় সাশ্রয়।
  • রেমিট্যান্স আয় ৫-৭ বছরের মধ্যে ২-৩ গুণ বৃদ্ধি।

পলিসি সামিটে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট অতিথিরা। জামায়াতে ইসলামী পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top