বেহেশতের টিকিটের কথা বলে মানুষকে শিরকের পথে ঠেলা হচ্ছে: তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৫:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে; নাউজুবিল্লাহ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এই জনসভার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি প্রচারণা শুরু করে।
জনসভায় বক্তব্যের একপর্যায়ে শ্রোতাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তারেক রহমান ধারাবাহিকভাবে প্রশ্ন করেন—কাবা শরিফ, এই পৃথিবী, সূর্য-নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে। প্রতিটি প্রশ্নের উত্তরে উপস্থিত ব্যক্তি ও জনতা সমস্বরে ‘আল্লাহ’ বলে সাড়া দেন।
এরপর তারেক রহমান বলেন, যেটার মালিক আল্লাহ, সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ একটি দল নির্বাচনের আগে এসব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। যার মালিক মানুষ নয়, সেই বিষয়ে কথা বলা শিরক কি না—সেই প্রশ্ন তিনি জনতার সামনে তোলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগেই যারা মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কীভাবে ঠকাবে—তা জনগণকে বুঝে নিতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করছে এবং মুসলমানদের শিরকের পথে ঠেলে দিচ্ছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই দেশ লক্ষ মানুষের আত্মত্যাগে স্বাধীন হয়েছে। যুদ্ধের সময় কারা কোন ভূমিকা রেখেছিল, তা দেশের মানুষ জানে। যাদের ভূমিকার কারণে মানুষ শহীদ হয়েছে এবং মা-বোনদের সম্মানহানি হয়েছে, জনগণ তাদের ইতোমধ্যে চিনে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কুফরি, হটকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।