মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়েছে শতাধিক ঘর
Nasir Uddin | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১০:১০

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে পুড়ে যায় বস্তির শতাধিক ঘর। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। ১০ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌণে পাঁচটার মধ্যে যোগ দেয় পাঁচটি ইউনিট। পরে আরও ৩ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। সংকীর্ণ গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।