রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুন: ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৯

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, প্রাথমিকভাবে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও ২৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

অন্যদিকে, বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন ও বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিটও আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

জানা গেছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য সংরক্ষিত থাকে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও জানা যায়নি।

আগুনের ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে তারা নিশ্চিত করেছে যে, বিমানবন্দরের মূল কার্যক্রমে বড় কোনো ব্যাঘাত ঘটেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।
যাত্রী ও সংশ্লিষ্ট সকলকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে।”

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন ও সংরক্ষণের কাজ হয়।
দেশের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে এর আগেও কার্গো সেকশনে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top