পুরনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি, সদরঘাটে লঞ্চে নতুন আগুন নেই
মিঠু মুরাদ | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৫
রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে একটি ভিডিও। অনেকেই সেটিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে নতুন দাবি করছেন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি দুই বছর আগের একটি ঘটনার। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী “ময়ূর-৭” লঞ্চে ২০২৩ সালের ৩০ জুন আগুন লেগেছিল (সুত্র: ঢাকা পোস্ট)। ওই সময় লঞ্চটি সদরঘাটের লালকুঠি ঘাটে বাঁধা অবস্থায় ছিল এবং ভেতরে কেউ ছিলেন না।
এ বিষয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার জানিয়েছেন, “সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো নতুন আগুন লাগার ঘটনা ঘটেনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।”
বিভিন্ন গণমাধ্যমের পুরোনো প্রতিবেদনের তথ্যমতে, ২০২৩ সালের ওই ঘটনায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো এবং বর্তমান সময়ের নয়। বিভ্রান্তি এড়াতে সবাইকে পুরোনো ভিডিও ও সংবাদ যাচাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।