রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

উত্তর বাড্ডা তৃতীয় তলা থেকে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৭:২৩

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা স্বামী-স্ত্রী ছিলেন না। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতেও পারে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, মৃত্যুর কারণ এবং হত্যাকাণ্ডের সম্ভাবনা যাচাই করতে সব দিকের তদন্ত চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top