গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪০
রাজধানীর অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের ব্যস্ততা ভুলে, ভিডিও এডিটররা খোলামেলা পরিবেশে একত্রিত হয়ে রাত ৯টার দিকে পুরো প্রাঙ্গণকে পদচারণায় মুখর করে তুলেন।

মিলনমেলার লক্ষ্য ছিল সদস্যদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, “সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। এটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশকে আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠাতা সদস্য রাফিদ বিল্লাহ জানান, “সংগঠনটি তিন বছর ধরে কার্যক্রম চালাচ্ছে এবং অচিরেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সকল সদস্যকে আগামী অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সদস্য শাহরিয়ার হৃদয় জানান, খুব শিগগিরই সকল সদস্যের মেম্বারশিপ তালিকা ও পূর্ণাঙ্গ পোর্টফোলিওসহ একটি ওয়েবসাইট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা সভায় অন্যান্য সদস্যরাও তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, পেশাগত ব্যস্ততার মাঝেও এই আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে। দীর্ঘদিনের সহকর্মীদের এক ছাদের নিচে পেয়ে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে তারা মন্তব্য করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।