বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

রংপুরের কৃষকদের চাষাবাদে অনীহা, সংকটে দেশের অর্থনীতি

রংপুর প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা রংপুরের কৃষকদের মধ্যে চাষাবাদে অনীহা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকস্মিক ঊর্ধ্বগতি এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষকরা জানান, মাঠে ফসল উৎপাদন করতে গিয়ে তাদের নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একদিকে বীজ, সারসহ কৃষি উপকরণের দাম বেড়েছে; অন্যদিকে উৎপাদিত ফসল তারা বিক্রি করতে পারছেন না ন্যায্য দামে। খুচরা বাজারে পণ্যের দাম বাড়লেও কৃষকের হাতে সেই লাভ পৌঁছাচ্ছে না। বরং ব্যবসায়ী ও সিন্ডিকেটরা বাজার নিয়ন্ত্রণ করে চড়া দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করছে।

কৃষকেরা আরও বলেন, কৃষিকাজই তাদের একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম। অথচ ধারাবাহিক ক্ষতির কারণে অনেকে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এতে শুধু কৃষক নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, কৃষি বাংলাদেশের প্রধান খাত। কৃষক যদি চাষাবাদ থেকে বিমুখ হয় তবে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।

এ পরিস্থিতি মোকাবেলায় কৃষকরা সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত বাজার ব্যবস্থাপনার সঠিক তদন্ত করে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেয় এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top