মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

সেমির লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২, ২১:৫৩

সেমির লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের লক্ষ্যে দলে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।

বাজে পারফরম্যান্সের জন্য দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম। এদিকে দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। তাদের বদলে দলে এসেছেন যথাক্রমে সৌম্য সরকার, নাসুম হোসেন এবং ইবাদত হোসেন। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাবর আজম বাহিনী।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, মোহাম্মদ ওয়াশিম।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top