বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে শাকিরা ও ডুয়া লিপা নয়,থাকছে বিটিএস

নিশি রহমান | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০১:৫২

জাংকুক শাকিরা ও ডুয়া লিপা

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে আবারও পারফর্ম করবেন শাকিরা—মাস দুয়েক আগে এমন খবর প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। জানা যায়, কেবল শাকিরা নন, ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং কোরীয় ব্যান্ড বিটিএস মঞ্চ মাতাবে। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক দিন আগে জানা গেল, ডুয়া লিপা–শাকিরাদের কেউই থাকছেন না কাতার বিশ্বকাপের উদ্বোধনীতে। কথা ছিল প্রতিবারের মতো এবারের ফুটবল বিশ্বকাপের মঞ্চে কাতারের মরুর বুকে ঝড় তুলবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার সঙ্গে আরও যোগ দেবেন  ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা । মূলত বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনা কেন্দ্র করে কাতারে আসতে রাজি হননি শাকিরা ও ডুয়া লিপা।

কিন্তু শেষ পর্যন্ত রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ফুটবল বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চ কাঁপাবেন বিটিএস সদস্য জাংকুক।

উদ্বোধনীতে আরও পারফর্ম করবে মার্কিন গানের দল ব্ল্যাক আইড পিজ।  নাইজেরিয়ার গায়ক, গীতিকার প্র্যাট্রিক নায়েমেকা ওকোরি, তরুণ মার্কিন গায়ক লিল বেবিসহ অনেকে।

তবে শাকিরা আর ডুয়া লিপার অনুপস্থিতিতে অনেক দর্শককেই হতাশ হতে দেখা গেছে। তবে শেষ পর্যন্ত বিটিএস সদস্য জাংকুক আছে–এতেই খুশি ফুটবলভক্তরা। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিটিএস সদস্য জাংকুক।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top