ব্রাজিল জিতলে নিজের নগ্ন ছবি বিলি করবেন মডেল মায়রা লোপেস

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৭:৩৪

মডেল মায়রা লোপেস

কাতার বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে নেইমাররা ২-০ গোলে জিতেছে। এবার ব্রাজিল বিশ্বকাপ জিতলে নিজের নগ্ন ছবি দেওয়ার ঘোষণা দিয়েছেন সেদেশের বিখ্যাত মডেল মায়রা লোপেস।

মায়রা একটি ওয়েবসাইটের মাধ্যমে রোজগার করেন। সেখানে নানা ধরনের ছবি ও ভিডিও বিক্রি করেন। তিনি জানিয়েছেন, ব্রাজিল জিতলে সেখানেই নগ্ন ছবি দেবেন ফ্রি-তে। তবে এই অফার কেবল প্রথম হাজার জন্য।

ব্রাজিলীয় এই মডেল বলেন, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল । অনেক দিন ধরে কাপের জন্য আমরা অপেক্ষা করে আছি। তাই আমরাই এর যোগ্য। আমাদের কাছে বিশ্বকাপ একটি উৎসবের সমান। আমরাই সারা পৃথিবীতে সেরা।

তিনি বলেন, বিশ্বকাপে ব্রাজিল জেতার পর অন্য দলের সমর্থকদের মন ভারাক্রান্ত থাকবে। তাঁদের আনন্দ দিতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন তিনি।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মায়রা। সেখানে নিজের একাধিক বিকিনি পরিহিত হট অ্যান্ড সেক্সি ছবি শেয়ার করে থাকেন মায়রা। সোশ্যাল মিডিয়াতেও তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। তার এক একটি ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অভিনেত্রী বা মডেলদের প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা নতুন নয়। ২০১৫ সালে কোপা আমেরিকা চলাকালীন ভেনেজ়ুয়েলার আট নারী সাংবাদিক ঘোষণা করেছিলেন, ভেনেজ়ুয়েলা কোপা আমেরিকায় সবকটি ম্যাচ জিতলে তারা প্রকাশ্যে নগ্ন হবেন। নগ্ন ঘোষণার এই ইতিহাসে নাম লিখিয়ে ফেলল কাতার বিশ্বকাপও।

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top