গোলের দেখা পেলেন মেসি, অবশেষে জিতল মিয়ামি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২৫, ১৪:০১

জয়ের সংজ্ঞা কাকে বলে। সেটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। তবে হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সময়টাও ভালো যাচ্ছিল না। গত চার ম্যাচে লিওনেল মেসি পাননি জালের দেখা। অন্যদিকে ইন্টার মিয়ামি জেতেনি টানা তিন ম্যাচ। অবশেষে গোলের দেখা পেলেন কিং লিও। এ সুবাদে তার দল মিয়ামিও জয়ের দেখা পেল।
রোববার ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মিয়ামি। মেসি করেছেন একটি গোল। এ ছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে ইন্টার মিয়ামি।
আগের তিন ম্যাচে টানা হারে ধুঁকছিল মায়ামি। ৪ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছিলেন না মেসিও। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক বুলসের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ভেইগাইন্ট। ৩৯ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ৩-০ গোলের লিড নেয় মায়ামি। ৯ ম্যাচ পর ক্লাবের হয়ে গোলের দেখা পেলেন সুয়ারেজ।
৬৭ মিনিটে সেভোভিয়ার অ্যাসিস্টে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি। ২০২৫ সালে মায়ামির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির ৮ম গোল। নিজের ফুটবল ক্যারিয়ারে এটি তার ৮৫৯তম গোল। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১, তারা আছেন তৃতীয় স্থানে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বাস ক্রু। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিলাডেলফিয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।