বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

আটকে থাকার পর দেশে ফিরছেন জামালরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬

ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে নেপালের কাঠমান্ডুতে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকালে তারা পৌঁছেছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকায় নামবেন জামাল-রাকিবরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে। একই ফ্লাইটে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

উল্লেখ্য, নেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আন্দোলনে সরকার পতনের ঘটনাকে কেন্দ্র করে ফ্লাইট বন্ধ হয়ে পড়ায় জামালরা নির্ধারিত সময় দেশে ফিরতে পারেননি।

বাংলাদেশ দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। কিন্তু ৯ সেপ্টেম্বরের ম্যাচটি আন্দোলনের কারণে বাতিল হয়। ফেরার টিকিট থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তাদের ফ্লাইটও বাতিল হয়ে যায়। ফলে টানা দুই দিন হোটেলবন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা।

৮ সেপ্টেম্বর আন্দোলন চরম আকার ধারণ করলে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করে এবং ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। দলের টিম হোটেলের পাশেই সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকায় শঙ্কায় ছিলেন খেলোয়াড়রা। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। হোটেলবন্দী সময়টায় খেলোয়াড়রা জিমেই সময় কাটান।

অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইট চালু হয় এবং আজকের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামাল-রাকিবরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top