রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৭

ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-‘বি’ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৪ রান যোগ হয়।

ইনিংসের শুরুতেই লঙ্কান পেসারদের আগুনঝরা বোলিংয়ে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। নুয়ান থুশারার দুর্দান্ত ইনসুইংয়ে ০ রানে বোল্ড হন তানজিদ হাসান তামিম। এরপর দুষমন্থা চামিরার বলে ফিরতে হয় পারভেজ ইমনকেও (০)।

চতুর্থ ওভারে রানআউট হয়ে ফেরেন তাওহীদ হৃদয় (৮)। কিছুটা প্রতিরোধ গড়লেও অধিনায়ক লিটন দাসও টিকতে পারেননি। দাসুন শানাকার বিপক্ষে দারুণ কয়েকটি শট খেললেও ২৮ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার হন তিনি। অপরপ্রান্তে ভরসা দিতে না পেরে মেহেদী হাসান ৭ রানে এলবিডব্লিউ হন হাসারঙ্গার বলে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জাকার আলি ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের ব্যাটিং কার্ড দাঁড়িয়েছে—

  • তানজিদ হাসান তামিম ০ (৬)
  • পারভেজ ইমন ০ (৪)
  • তাওহীদ হৃদয় ৮ (৯)
  • শেখ মেহেদী হাসান ৭ (৯)
  • লিটন দাস ২৮ (২৩)

শুরুতেই উইকেট-মেইডেন করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে লঙ্কান পেসাররা। তবে টাইগার শিবিরে আশার আলো দেখাচ্ছে লিটনের ব্যাট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top