মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

টিকে থাকার ম্যাচে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ফাইল ছবি

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খায় লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে টাইগাররা। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে জিততেই হবে লাল-সবুজকে, তাও আবার বড় ব্যবধানে।

হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া একাদশে শ্রীলঙ্কার ম্যাচে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, তার বদলে দলে এসেছিলেন শরিফুল ইসলাম। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে ফিরছেন তাসকিন। ফলে একাদশ থেকে বাদ পড়তে পারেন শরিফুল। মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ।

ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন-তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও লিটন দাসের অবস্থান নিয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নম্বর জায়গায় প্রশ্ন দেখা দিয়েছে। তাওহিদ হৃদয় টানা ব্যর্থতায় সমালোচিত হলেও বিকল্প সাইফ হাসানকে না নামিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষদিকে শামীম হোসেন ও জাকের আলী ফর্মে থাকায় তাদের জায়গা মোটামুটি নিশ্চিত। স্পিনে থাকবেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।

আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। জয় পেলেই হবে না, টিকে থাকতে হলে সমীকরণ মেলাতে হবে বড় ব্যবধানে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর, ফজলহক ফারুকি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top