এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪০

ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জয় পেল বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে টিকে রইল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান, মাত্র ৩১ বলে খেলেন ঝড়ো ৫২ রানের ইনিংস। তার সঙ্গে সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) দলকে এগিয়ে নেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) ছিলেন সফল বোলার।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হারায় দুটি উইকেট। এরপর গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) দলকে সামলে নিলেও শেষ পর্যন্ত মুস্তাফিজ-তাসকিনদের সামনে থেমে যায় আফগানদের ইনিংস। অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) শেষ দিকে কিছুটা লড়াই জমালেও ২০ ওভারে ১৪৬ রানে থামে আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২) ছিলেন সমান কার্যকর। তাসকিন আহমেদও শেষ ওভারে তুলে নেন ২ উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের বলে ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান নূর আহমেদ। তবে শেষ রক্ষা হয়নি, ফলে বাংলাদেশ ৮ রানের জয় নিয়ে টিকে রইল এশিয়া কাপে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top