শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ সূচনা বাংলাদেশের
মিঠু মুরাদ | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:২২

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে টানটান উত্তেজনা। জয়ের জন্য প্রয়োজন মাত্র কয়েক রান, হাতে উইকেটও কম। এমন সময়ে শ্রীলঙ্কার বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের নায়ক সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। সাইফ ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। অন্যপ্রান্তে হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা।
এশিয়া কাপের সুপার ফোরে শুরুর ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।