সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ঝাঁঝালো ব্যাটিংয়ে ভারতের নায়ক অভিষেক শর্মা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও ম্যাচে উত্তেজনার পারদ ছিল টগবগে। পাকিস্তানি পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তর্কে জড়ান ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা।

পাকিস্তানি খেলোয়াড়দের আক্রমণাত্মক মনোভাবকে ‘অপ্রয়োজনীয়’ মন্তব্য করে অভিষেক জানান, প্রতিপক্ষকে জবাব দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় ছিল তার ঝড়ো ব্যাটিং। আর সেটিই কাজে দিয়েছেন তিনি।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৬ উইকেটে জয় পায়। ওপেনিংয়ে শুভমান গিলকে সঙ্গে নিয়ে অভিষেক গড়েন ১০৫ রানের জুটি। ম্যাচের ভাগ্য সেখানেই প্রায় নির্ধারিত হয়ে যায়। মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা নায়ক হয়ে ওঠেন অভিষেক।

জয়ের পর অভিষেক বলেন,

“আজ খুব সহজ কাজ ছিল। যেভাবে তারা (পাকিস্তানি খেলোয়াড়রা) কোনো কারণ ছাড়াই আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ছিল, সেটা মোটেও ভালো লাগেনি। তাই একমাত্র উপায় ছিল আক্রমণাত্মক ব্যাটিং, আর সেটিই তাদের জন্য জবাব।”

ম্যাচ চলাকালীন অভিষেক ও গিল দুজনেরই পাকিস্তানি পেসারদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তবে সেই উত্তেজনার রেশ ঝরে পড়ে ব্যাটে। অভিষেক আরও যোগ করেন,

“আমরা স্কুল জীবন থেকেই একসঙ্গে খেলছি। একে অপরের সঙ্গ উপভোগ করি। আমরা ভেবেছিলাম এই ম্যাচেই সেটা করে দেখাবো, আর আজ দিনটি ছিল আমাদের। গিল যেভাবে প্রতিশোধ নিচ্ছিল, আমি সত্যিই উপভোগ করেছি।”

আক্রমণাত্মক মানসিকতা থেকে পাওয়া অনুপ্রেরণাই ভারতের জয়ের পথ সহজ করেছে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top