বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এজিএম শুক্রবার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাঁতার ফেডারেশন দীর্ঘ ২০ বছর পর আবারও আয়োজন করতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের হাজী মহসিন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এ সভা।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন,
“২০০৫ সালের পর সাঁতারে আর কোনো এজিএম হয়নি। বিশ্ব সাঁতার ফেডারেশন দীর্ঘদিন ধরেই আমাদের এজিএম করার নির্দেশনা দিয়ে আসছে। গঠনতন্ত্র পরিবর্তনের প্রয়োজনীয়তাও রয়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমরা এবারের সভা আয়োজন করছি।”

গঠনতন্ত্র পরিবর্তনের প্রস্তাবনা

  • একই পদে টানা দুইবারের বেশি নির্বাহী কমিটিতে থাকা যাবে না।

  • বয়সসীমা: ২৫ বছরের নিচে ও ৭০ বছরের ওপরে কেউ প্রার্থী হতে পারবেন না।

  • কাউন্সিলরশিপ বাড়ানো: বর্তমানে ১৫টি ক্লাব কাউন্সিলরশিপ পায়, নতুন প্রস্তাবে পারফরম্যান্সের ভিত্তিতে ২৫টি ক্লাব কাউন্সিলরশিপ পাবে।

  • খসড়া গঠনতন্ত্র ইতোমধ্যে কাউন্সিলরদের পাঠানো হয়েছে, তাদের মতামতের ভিত্তিতেই সভায় অনুমোদন হবে।

নারী প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক

জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবিত আদর্শ গঠনতন্ত্রে নির্বাহী কমিটিতে নারীদের বেশি প্রতিনিধিত্ব রাখার কথা বলা হলেও সাঁতার ফেডারেশনের প্রস্তাবে বিশেষভাবে নারীদের জন্য আলাদা কাউন্সিলর বা নির্বাহী কমিটির আসন রাখা হয়নি।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস এ বিষয়ে বলেন,
“আমরা এনএসসি ও বিশ্ব সাঁতার ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী যা বাস্তবসম্মত, সেটিই নিয়েছি। এজিএমে গঠনতন্ত্র পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা ওয়ার্ল্ড অ্যাকুইটিস ও এনএসসিতে পাঠানো হবে।”

ক্রিকেট বোর্ডের নির্বাচনে জেলা-বিভাগীয় কাউন্সিলরশিপ নিয়ে জটিলতা দেখা দিলেও সাঁতার ফেডারেশন জানিয়েছে, তাদের গঠনতন্ত্র অনুযায়ী জেলা-বিভাগীয় কার্যনির্বাহী কমিটি বা সাধারণ পরিষদ থেকেই কাউন্সিলর মনোনীত হয়েছেন।

গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক প্রতিবেদনও পেশ করা হবে। কাউন্সিলরদের জন্য ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর ক্রীড়া পল্লিতে আবাসনের ব্যবস্থা করেছে ফেডারেশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top