শ্রীলঙ্কা হারিয়ে পাকিস্তান ফাইলে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো
মিঠু মুরাদ | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৮

পাকিস্তানের পেসারদের তোপে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়লেও ক্রিজে একপ্রান্ত ধরে রাখেন কামিন্দু মেন্ডিস। তার অসাধারণ ইনিংসে দল খাদের কিনারা থেকে ফিরে আসে এবং ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন কামিন্দু মেন্ডিস। অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে (১৭)। পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি ২৮ রানে ৩ উইকেট নেন। হুসাইন তালাত ও হারিস রউফও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
সুপার ফোরে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে উভয় দলই হেরে যাওয়ায় ফাইনালের পথে টিকে থাকতে আজকের জয় শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্যই অপরিহার্য।
প্রথম বলেই কুশল মেন্ডিস ক্যাচে আউট। পাথুম নিসাঙ্কা ৭ বলে ৮ রান করে কট বিহাইন্ড। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১৯ বলে ২০ রানে আউট। ক্রিজে নেমে দাসুন শানাকা আউট। কামিন্দু মেন্ডিস ৪৪ বলে ৫০ রানে দলের সংগ্রহকে শক্তি দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।