রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন পরিবর্তনে নতুন একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও নির্ণায়ক টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে তিন পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে সফরকারীদের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই আজকের ম্যাচ যে দলের হবে, ট্রফিও উঠবে তাদের হাতেই।

নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন।

  • প্রথম টি-টোয়েন্টি: আয়ারল্যান্ডের করা ১৮১ রানের জবাবে ১৪২ রানে থামে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ৫০ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন।

  • দ্বিতীয় টি-টোয়েন্টি: আয়ারল্যান্ডের ১৭০ রানের টার্গেট ১৯.৪ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। লিটন দাস খেলেন ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস, পারভেজ ইমন করেন ২৮ বলে ৪৩।

বাংলাদেশ

তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top