ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও জিতলেন উসমান দেম্বেলে!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬
ব্যালন ডি’অরের পর এবার ফিফা দ্য বেস্ট! কাতারের দোহায় জমকালো আয়োজনে ২০২৫ সালের বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হলেন উসমান দেম্বেলে। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর কারিগর দেম্বেলে গত মৌসুমে করেছেন ৩৫ গোল এবং ১৬টি অ্যাসিস্ট। ২৮ বছর বয়সী এই তারকাই এখন ফুটবল বিশ্বের নতুন রাজা।
নারী ফুটবলে রাজত্ব ধরে রেখেছেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মতো ফিফা সেরা হলেন এই বার্সা তারকা। আর বর্ষসেরা কোচের মুকুট উঠেছে পিএসজির মাস্টারমাইন্ড লুইস এনরিকের মাথায়।
এদিকে বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আর্জেন্টিনা। ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েলের সেই চোখ ধাঁধানো বাইসাইকেল কিকটি জিতে নিয়েছে দর্শকদের মন। সব মিলিয়ে ২০২৫ সালের ফিফা অ্যাওয়ার্ডে ছিল পিএসজি এবং ফরাসি ফুটবলের জয়জয়কার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।