ক্লাবে ফেরার আনন্দে উজ্জ্বল ক্যানসেলো, বার্সার রক্ষণভাগে নতুন শক্তি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৭:০১
সৌদি আরবের আল-হিলাল ক্লাবের হয়ে খেলার পর আবারো বার্সেলোনায় ধারে ফিরে এলেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাকে মৌসুমের বাকি অংশের জন্য ধারে নিয়েছে, আর তাকে দেওয়া হয়েছে জার্সি নম্বর ২।
বার্সেলোনা ও আল-হিলাল কর্তৃপক্ষের মধ্যে চুক্তিতে মিলেছে, যার ভিত্তিতে ক্যানসেলো ছয় মাসের জন্য আবার বার্সার অংশ হয়েছেন। এই নিয়ে পর্তুগিজ ফুটবলার আগেও বার্সায় খেলেছেন—২০২৩/২৪ মৌসুমে তিনি ম্যানচেস্টার সিটি থেকে ধারায় বার্সার জার্সিতে নেমেছিলেন এবং লা লিগা ও অন্যান্য টুর্নামেন্টে ৪২টি ম্যাচে পারফর্ম করেন।
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে আনুমানিক £২১ মিলিয়ন ফিতে আল-হিলালে যোগ দেন ক্যানসেলো। কিন্তু সেখানে নিয়মিত সুযোগ না পাওয়ার পর এবার লা লিগা নেতৃস্থানীয় দল বার্সেলোনায় ফিরে গেছেন তিনি।

বার্সেলোনায় ফিরে আসার ক্ষেত্রে কিছু সময় নথিপত্র জটিলতার কারণে ঘোষণা বিলম্বিত হয়েছিল। ক্লাব প্রথমে সামাজিক মাধ্যমেও ঘোষণা দেয়, পরে তা কিছুক্ষণ মুছতে হয়—যা পরে ঠিক করা হয়েছে।
ক্লাবের কোচ হানসি ফ্লিক তার রক্ষণভাগে আরও অভিজ্ঞতা যোগ করার জন্য ক্যানসেলোর এই আগমনকে গুরুত্ব দিয়েছেন। ক্যানসেলো নিজেও বলেন, বার্সেলোনায় তিনি “বাড়িতে মনে করেন” এবং কাপ জয় ও সাফল্য অর্জনে দলের সহায়তা করতে চান।
বার্সেলোনা এখন লা লিগা শীর্ষে আছে এবং ক্যানসেলোর ফেরার ফলে টিমের ডিফেন্সিভ ও আক্রমণাত্মক উভয় দিকেই শক্তি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারা শিগগিরই কোপা দেল রেতের ম্যাচেও অংশ নেবে, যেখানে ক্যানসেলো দ্বিতীয় ডেবিউ করতে পারেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।