ট্রাম্পের আইএসএফ প্রস্তাব: বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৮:১৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)-এ বাংলাদেশের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে আপাতত অনঅ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। এটি সম্পূর্ণ নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য নেওয়া একটি ব্যবস্থা।”
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক নীতি সম্পর্কেও জানান, “চীনের সহায়তায় আমরা সামরিক স্থাপনা তৈরির ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করব না যা অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করবে। বাংলাদেশের নীতি সবসময়ই স্বাধীন ও সমন্বিত কৌশল-এর ওপর ভিত্তি করে চলে।”
বিশ্লেষকরা মনে করছেন, আইএসএফে যোগদান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ সামরিক স্থিতিশীলতা ও কূটনৈতিক স্বাধিকার বজায় রাখতে সব ধরণের ঝুঁকি বিবেচনা করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।