বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

রোহিতকে ছাড়িয়ে শীর্ষে কোহলি, টানা পাঁচ ইনিংসে দুর্দান্ত রান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৭:২০

সংগৃহীত

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি প্রায় পাঁচ বছর পর ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে ফেরার গৌরব অর্জন করেছেন। এই উড়ন্ত পারফরম্যান্সের জন্য মূল অবদান তাঁর নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯১ বলে ৯৩ রানের ইনিংস

এই ইনিংসের মাধ্যমে কোহলি টানা পাঁচ ওয়ানডে ম্যাচে পঞ্চাশের বেশি রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। ২০২১ সালের জুলাইয়ের পর আবার শীর্ষস্থান দখল করলেন কোহলি। এটি তাঁর ১১তমবার র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা, এবং ৮২৫ দিন এক নম্বরে থাকার রেকর্ড ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

এবারের হালনাগাদে রোহিত শর্মা পেছনে চলে গেছেন, আর নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। এছাড়া লোকেশ রাহুল এগিয়ে ১১তম এবং ডেভন কনওয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে এক ধাপ করে এগিয়েছেন ট্রাভিস হেডস্টিভ স্মিথ, তারা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করার ফলে স্মিথ শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন।

বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক, আর অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top