মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তুরস্কে মে দিবসে বিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ২০০

রায়হান রাজীব | প্রকাশিত: ২ মে ২০২৪, ১৪:৩২

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে মে দিবসের বিক্ষোভের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০ জনকে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে দেশটির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়েছে। রয়টার্স।
 

তুরস্কের কনফেডারেশন অব শ্রমিক ইউনিয়নের প্রধান এরগুন আতালে তাকসিম স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণের সময় বলেন, আমাদের এ বছরের মূল প্রতিপাদ্য হওয়া উচিত ছিল জীবনযাত্রার ব্যয়কে কেন্দ্র করে। তিনি বলেন, প্রতি মাসের শুরুতে মুদ্রাস্ফীতি ঘোষণা করা হয়। মুদ্রাস্ফীতির হার প্রতি মাসে মজুরিতে যোগ করা উচিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top