প্রচারের আলো এড়িয়ে আধ্যাত্মিকতায় অক্ষয় খান্না
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৪২
বলিউডে যখন বক্স অফিস কাঁপাচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’, ঠিক তখনই আলো–ছায়ার এই লড়াইয়ে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে এক নাম— অক্ষয় খান্না। ‘রহমান ডাকাত’ চরিত্রে তার সংযত কিন্তু তীব্র অভিনয় মুগ্ধ করেছে দর্শক থেকে শুরু করে বলিপাড়ার প্রথম সারির তারকাদেরও।
তবে চারদিকে যখন সিনেমার সাফল্য ঘিরে উন্মাদনা, প্রচার আর সোশ্যাল মিডিয়ার ঝলকানি, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন এই পর্দাকাঁপানো খলনায়ক। নিজেকে সরিয়ে নিলেন সব আলো থেকে, বেছে নিলেন নিভৃত নীরবতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রচারণা কিংবা পিআর স্টান্ট থেকে বহু দূরে থেকে অক্ষয় খান্না এই সময়টাকে উৎসর্গ করেছেন নিজের ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চায়। ছবির সাফল্যের মাঝেই তিনি তার আলিবাগের বাংলোয় আয়োজন করেন ‘বাস্তু শান্তি যজ্ঞ’। ঘরোয়া পরিবেশে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখাই ছিল এই পূজার মূল উদ্দেশ্য।
সিনেমার প্রচার বাদ দিয়ে অভিনেতা ছিলেন সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতায় মগ্ন। যদিও অক্ষয় খান্নার নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তবে ওই পূজার পুরোহিত তার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেন। সেখানেই উঠে আসে অভিনেতার সাধারণ জীবনযাপন ও মাটির মানুষ হয়ে থাকার গল্প।
পোস্টে পুরোহিত লেখেন,
“অক্ষয় খান্নার মতো একজন বড় মাপের অভিনেতার বাড়িতে পূজা করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। তার জীবনযাপন এতটাই সহজ ও সাধারণ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রচারের আলো থেকে দূরে থেকেও তার পা সবসময় মাটিতেই থাকে।”
পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে স্পষ্ট সীমারেখা টেনে চলা অক্ষয় খান্না বরাবরই বলিউডের প্রচলিত ধারার বাইরে। যেখানে আজকের দিনে তারকাদের জনপ্রিয়তা মাপা হয় সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যায়, সেখানে অক্ষয়ের নেই কোনো সোশ্যাল মিডিয়া উপস্থিতি— তবুও তার অভিনয়ই হয়ে ওঠে তার পরিচয়।
সব মিলিয়ে বলা যায়, বাবার পরিচয়ের ছায়া ছাপিয়ে নিজের অভিনয়গুণেই অক্ষয় খান্না প্রমাণ করেছেন তিনি আলাদা কাতারের একজন শিল্পী। চরিত্র বাছাইয়ে পরিণত সিদ্ধান্ত, সংযত জীবনযাপন এবং নিঃশব্দে কাজ করে যাওয়ার মানসিকতাই তাকে আজও দর্শকের কাছে বিশেষ করে তুলেছে।
আর ঠিক এই কারণেই অক্ষয় খান্না মানেই নির্ভরতার আরেক নাম— যিনি আলোচনায় কম, কিন্তু পর্দায় এলেই হয়ে ওঠেন অবিস্মরণীয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।