শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সৌদিতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ১৭:৫৭

সৌদিতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তায়েফে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন তিন বাংলাদেশি। মঙ্গলবার একটি পানির ট্যাংকের ভেতরে পরিষ্কার করতে গিয়ে ঘটনাস্থলে মারা যান তারা।

মৃতদের লাশ স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত তিন বাংলাদেশি হলেন, মুহাম্মদ লিটন, মো. ফয়সাল ও মেহেদী। তাদের মধ্যে ফয়সাল ও মেহেদীর বাড়ি চাঁদপুর এবং মুহাম্মদ লিটনের বাড়ি কুমিল্লায়।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল ইসলাম।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top