নতুন রাজনীতি দরকার: জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তিনি অতীতের “বস্তাপচা রাজনীতি” বন্ধ করে নতুন ধারার রাজনীতি শুরু করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে যুব র‍্যালি ম্যারাথন ‘রাজপথে বিজয়ে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “যেই রাজনীতি হবে দেশ ও জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও ধর্ষণকারীদের বিরুদ্ধে, সেই রাজনীতিই হবে বাংলাদেশের নতুন রাজনীতি।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন কোনো দলের নয়, এটি ১৮ কোটি মানুষের বিজয়ের দ্বার খুলবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতের রাজনীতি দেশের স্বাধিকার ও স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

আওয়ামী লীগের শাসনামল নিয়ে জামায়াত আমির মন্তব্য করেন, “স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে একটি পরিবার ও দলের স্বার্থে সাজানো হয়েছে। সোনার বাংলা গড়ার কথা বলে তারা দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে।” তিনি অতীতের সন্ত্রাস, দুর্নীতি ও হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, দেশের মানুষ নানা অমানবিক পরিস্থিতির শিকার হয়েছে।

ডা. শফিকুর রহমান আগামী নির্বাচনের প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, “আমরা কোনো দলীয় বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে কোনো পক্ষপাত দেখানো উচিত নয়।”

তিনি যুবসমাজকে আন্দোলনের মূল শক্তি হিসেবে অভিহিত করে বলেন, “যুবকরাই সব বাধা ভেঙে শান্তির বাংলাদেশ গড়বে। বিজয় দিবস শুধু স্মরণের নয়, নতুন শপথ নেওয়ার দিন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top