মেসি বিতর্কে মুখ খুললেন শুভশ্রী গঙ্গুলি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫
কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার হতাশা এখনও বহু ফুটবলপ্রেমীর মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলি। মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে তোলা তার ছবি ভাইরাল হতেই সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েন তিনি।
এবার এই পুরো বিতর্কের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন শুভশ্রী গঙ্গুলি। সেখানে তিনি ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
শুভশ্রী জানান, ‘G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় সেখানে আমন্ত্রিত ছিলাম।’ তার কথায়, আমন্ত্রণ পাওয়ার পরই তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী মেসির হোটেলে যান এবং নির্ধারিত সময়েই লিওনেল মেসির সঙ্গে দেখা ও ছবি তোলেন।
অভিনেত্রী আরও বলেন, ‘হোটেল থেকে বেরোনোর সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল এবং আমরা সেখানেই অপেক্ষা করছিলাম।’
ছবি পোস্ট করা নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে শুভশ্রী বলেন, ‘যে সময় ছবিগুলো পোস্ট করা হয়েছে, নেটওয়ার্ক সমস্যার কারণে সেই মুহূর্তে পোস্ট করা সম্ভব হয়নি। ক্রীড়াঙ্গনে জ্যামার লাগানো ছিল। মেসি সাড়ে ১১টা নাগাদ মাঠে ঢোকেন, আর তখন যে বিশৃঙ্খলা শুরু হয়, তা আমি নিজের চোখেই দেখেছি।’
তিনি আরও যোগ করেন, প্রযুক্তিগত সমস্যার কারণে ছবিগুলো কিছুটা দেরিতে পোস্ট হয়, আর সেগুলিই দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তাকে ঘিরে শুরু হয় ট্রোলিং। শুভশ্রীর অভিযোগ, ‘আমাকে প্রোপাগান্ডা ও অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু কেউ কি বলতে পারবেন, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম?’
ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে শুভশ্রী গঙ্গুলি জানান, তিনি কোনোভাবেই দর্শকদের বঞ্চনার জন্য দায়ী নন। বরং ভুল বোঝাবুঝি থেকেই এই বিতর্ক তৈরি হয়েছে বলে তার দাবি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।