ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ১৪:০০

ফাইল ছবি

সামরিক সহায়তা স্থগিতের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে।

এর মধ্য দিয়ে আগামী দিনগুলোয় ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি আরও অনিশ্চয়তার পথে এগিয়ে গেল। এতে করে রুশ বাহিনীর ওপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতাও বহুলাংশে হ্রাস পাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বুধবার গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা করেছি, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সব দিক’ স্থগিত ও পর্যালোচনা করছে।

এর আগে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ ধরনের চাপ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে ইউক্রেনীয় নেতা বলেছেন যে, তিনি আলোচনার টেবিলে আসতে ইচ্ছুক।

তবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আংশিক নাকি পুরোপুরি স্থগিত করা হয়েছে এবং কতদিন তা বহাল থাকবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

গত সপ্তাহে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জেলেনস্কি। এ ঘটনার পর তাকে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়। সেই ঘটনায় পরে তিনি ‘অনুতপ্ত’ বলে জানিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক করারও ইঙ্গিত দিয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top