শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, অর্ধলক্ষ বাস্তুচ্যুত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৩:২৮

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত প্রায় ৭ হাজার ৭৫৪টি পরিবার।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তর জানিয়েছে—নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে, আর ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন এবং মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

দেশটির জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বরাদ্দ করেছে প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের তহবিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরণ দ্রুত পাল্টে যাচ্ছে। এর ফলে বন্যার প্রভাব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল টানা বর্ষণে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top