জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ-ইন্টারনেট বন্ধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনসংখ্যা বৃদ্ধির জন্য এক ব্যতিক্রমী পরিকল্পনা ঘোষণা করেছেন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এবং তরুণ-তরুণীদের সন্তানধারণে অনীহার কারণে রাশিয়ার জন্মহার প্রতি বছর ক্রমেই কমছে।
রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধের পরিকল্পনা
লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ায় রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। পরিকল্পনাকারীরা মনে করছেন, রাত জেগে স্ক্রিনে সময় কাটানোর অভ্যাস কমলে মানুষ বেশি বিশ্রাম নেবে এবং পরিবারকে বেশি সময় দিতে পারবে। এর ফলে পারিবারিক সম্পর্ক ও সন্তান জন্মদানে ইতিবাচক প্রভাব পড়তে পারে।সমালোচকরা বলেন, জন্মহার হ্রাসের পেছনে আসল কারণ হলো আবাসন সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা এবং সন্তানের শিক্ষা ও লালন-পালনের খরচ। ফলে রাষ্ট্রীয় নির্দেশে ‘রোমান্স বা প্রেমময় রাত’ তৈরি করা বাস্তবসম্মত নয়।
অন্য প্রস্তাবিত উদ্যোগ
-
রাশিয়ার সরকার ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালুর কথা ভাবছে।
-
সন্তান নিলে পাঁচ হাজার রুবল পর্যন্ত ভাতার ব্যবস্থা।
-
বিয়ের প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্য আর্থিক সহায়তা।
-
মাতৃত্বকালীন সহায়তার পাশাপাশি বাবাদেরও বিশেষ সুবিধা।
-
১০টির বেশি সন্তানের জন্য ‘মাদার হিরোইন’ পুরস্কার পুনঃপ্রবর্তন।
গত বছরের শেষে প্রেসিডেন্ট পুতিন কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ ও কফি বিরতির সময়ে সঙ্গমের পরামর্শ দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিস (রোসস্ট্যাট) অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ায় মাত্র ১২ লাখ ২২ হাজার শিশুর জন্ম হয়েছে, যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন এবং ২০১৪ সালের তুলনায় এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।